এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ আবদুল্লাহ (৬৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের নারিশ্চা এলাকার বনাঞ্চল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাওলানা পাড়ার মৃত হাকিম আলীর পুত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় তিনি নারিশ্চা এলাকার বনাঞ্চলে সকালে বনাঞ্চলে কাঠ সংগ্রহ করতে যান। সেখানে তিনি বন্যহাতির আক্রমণের শিকার হন। বন্যহাতির আক্রমণে তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। পরে আশপাশের লোকজন তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে নিহতের স্বজনদের খবর দেন। স্থানীয়দের সহায়তায় স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।