এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি বনাঞ্চলের খুরইল্যা ছড়ায় আজ ২৭ এপ্রিল শুক্রবার ভোররাতে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কৃষি শ্রমিক দক্ষিণ চুনতি বড়–য়া পাড়ার অনঙ্গ মোহন বড়–য়ার পুত্র পটো বড়–য়া (৫২)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আনোয়ার কামাল।
তিনি জানান, নিহত পটো বড়–য়া গাছের উপর টংঘরে বসে ধানক্ষেত পাহারা দিচ্ছিল। ভোররাতে বজ্রপাতের কবলে পড়ে তিনি। এতে গাছটিও মারাত্মকভাবে দগ্ধ ও পটো বড়–য়া ঘটনাস্থলে নিহত হয়। সকালে তার লাশ উদ্ধার করে স্থানীয়ভাবে সৎকার করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার সেকাব উদ্দিন সেলিম জানিয়েছেন, থানায় কোন মামলা হয়নি এবং পুলিশ এ ব্যাপারে অবহিত নন।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)