Home | শিক্ষাঙ্গন | লোহাগাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

37692596_2194626763903108_8142494369505607680_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ ২৪ জুলাই মঙ্গলবার বিকেলে চুনতি ডাকবাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের ফাইনালে বালকদের খেলায় মুখোমুখি হয় দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের খেলায় মুখোমুখি হয় চরম্বা বাইয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়হাতিয়ার চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরম্বা বাইয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

37652730_2194626360569815_7117958108915171328_n

লোহাগাড়া শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উক্ত দুই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্ষুদে খেলোয়াড়দের খেলা উপভোগ করেন লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন। পরে বিজয়ী ও বিজিত চার দলকে ট্রফি দিয়ে উৎসাহিত করেন আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!