এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ফের দুই রাতে ৩ পরিবারের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে রয়েছে গরু পালনকারীরা।
জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজন্যা পাড়ায় বুধবার ভোররাতে বেলাল উদ্দিনের ১টি, আতিকুর রহমানের ২টি ও মঙ্গলবার ভোররাতে একই ওয়ার্ডের নতুন বাজার আলীর বাপের পাড়ায় আয়েশা খাতুনের ৪টি গরু নিয়ে যায় চোরেরা। একইদিন নতুন বাজারের একটি গ্যারেজ থেকে ব্যাটারি চালিত রিক্সার ১২টি ব্যাটারিও নিয়ে গেছে চোরেরা।
স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু ও ক্ষতিগ্রস্তরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া গরু ৭টি আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই ফারুক জানান, চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর ভোররাতেও লোহাগাড়া সদর ইউনিয়ন ও কলাউজানের ইউনিয়নের ৩ পরিবারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।