এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের গেইটের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও কাভার্ডভ্যান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝালকাঠি থানার রামচন্দ্রপুর বালিঘোনা এলাকার মো. সেলিম হোসেন ফরাজীর পুত্র মো. রাকিব (২২) ও কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৯নং ওয়ার্ডের চন্ডিবের পাড়ার মো. হেলো মিয়ার পুত্র মো. বিল্লাল মিয়া (২২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে রাকিবের কাছ থেকে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা। এছাড়া প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে বিল্লাল মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।