লোহাগাড়ায় দেশীয় গ্যাস কোম্পানি পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকায় এ সেন্টার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের পরিচালক নাফিস কামাল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিইও ফিরোজ আহমেদ, ডিজিএম তাজুল ইসলাম, এজিএম আবুল কাশেম মো. তোহা, অপারেশন সেলস ম্যানেজার নাঈম সিদ্দিকী, চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজার আসিফ আনোয়ার ও এস. এস. ডেইলি নীড সেন্টারের স্বত্বাধিকারী সোহেল উদ্দিন মুরাদ।
এর আগে দুপুর ২টার দিকে কোম্পানির পরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা হেলিকপ্টারযোগে উপজেলা সদরের কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা অনুষ্ঠানে যোগ দেন। প্রেস বিজ্ঞপ্তি