এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক ঘটনায় নারীসহ ১৪ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ ১০ মে শুক্রবার এ উপজেলার বিভিন্ন এলাকায় ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, পারিবারিক কলহ, সুদে টাকা নেয়া, জায়গা-জমি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় আহত হয়ে তারা দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতরা হলেন লোহাগাড়ার আধুনগর রশিদের ঘোনার জাহাঙ্গীর আলম (৩২), পুটিবিলার এম চর হাট সাতগড়িয়া পাড়ার আবু তাহের (৫৪), আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার কুলছুম আক্তার (১৮), আম্বিয়া খাতুন (৩৫), আবদুল আজিজ (৪০), শাহেদ মিয়া (১৭), মোঃ মফিজ (২৫) মামুনুর রশিদ (১৭) ছেনুয়ারা বেগম (৩৫), শাহিদা আক্তার (২১), উত্তর কলাউজানের রাবিয়া বেগম (৩৫), নাজনিন আক্তার (১৫), লোহাগাড়া নেয়াজের টেকের তছলিমা আক্তার (৩৫) ও লোহাগাড়া সংলগ্ন বারদোনা এলাকার মোকতার হোসেন (৩২)।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জহির উদ্দিন জানান, মারামারি কিংবা অন্য কোন ঘটনার ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের করেননি।