Home | দেশ-বিদেশের সংবাদ | অবৈধ ৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

অবৈধ ৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

50080983_2048532821892625_4891833523826065408_n

নিউজ ডেক্স : পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ-জান্নাত রুমি। অভিযানে ৫ ভাটা মালিককে ২২ হাজার টাকা জরিমানা ও ভাটায় স্তুপকৃত ৪৮০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়।

জরিমানা করা হয় মোঃ ইসমাইলের মালিকানাধ ইটভাটায় ২ হাজার টাকা, মোঃ রফিকের মালিকানাধীন ইটভাটায় ৫ হাজার টাকা, মোঃ পারভেজের মালিকানাধীন ইটভাটায় ৫ হাজার টাকা, মোঃ কবির খাঁনের মালিকানাধীন ইটভাটায় ৫ হাজার টাকা ও মোঃ বদরুলের মালিকানাধীন ইটভাটায় ৫ হাজার টাকা।

জানা যায়, বন আইন ১৯২৭ এর ধারা ৪২ মতে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানী কাঠ ডলুছড়ি বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ পালনের নির্দেশ প্রদান করেন ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!