এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৮২০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার (১৪ ও ১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পটিয়া উপজেলার দক্ষিণ ভুসিস ইউনিয়নের পূর্বডাঙ্গা পাড়ার মৃত বজল আহমদের পুত্র আহাম্মদ নূর (৫০), একই উপজেলার দলঘাট ইউনিয়নের নন্দেরখিলের আজম খানের পুত্র ইমরান হোসেন (২১) ও রাউজান উপজেলার নয়াপাড়ার নুরুল আলমের স্ত্রী জায়তুন নাহার (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের তল্লাশী চালিয়ে ১ হাজার ৩শ পিস ইয়াবাসহ আহাম্মদ নূর ও ইমরান হোসেনকে ও শনিবার ভোরে একইমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ জায়তুন নাহারকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।