এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে নূর মোহতাসিমাত মিলহান (৩) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলার আমিরাবাদ রাউজন্যা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মিনহাজ উদ্দিনের মেয়ে।
নিহত শিশুর জ্যাঠা বাহার উদ্দিন জানান, খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ মিলহানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।