এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরে ডুবে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর রবিবার রাত ৭টায় উপজেলার কলাউজান বাংলাবাজার খলিল সিকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর দাদা মোঃ জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কন্যাশিশু তাহির আক্তার (৪) ওই এলাকার প্রবাসী আবু তৈয়বের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন দুপুর আড়াইটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজি করা হয়। শিশুটির সন্ধান দিতে মাইকিংও করা হয়েছে। কোথাও খুঁজে না পাওয়ায় রাতে বাড়ি সন্নিহিত পুকুরে মাছ ধরার জাল টেনে সন্ধান করলে শিশুটির মৃত দেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।