এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন তৌছিফ আহমেদ। আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বলে জানা গেছে।
জানা যায়, নবাগত ইউএনও ইতোপূর্বে শরিয়তপুর জেলা পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন ও ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে নিয়োগ প্রাপ্ত। তিনি ইতোপূর্বে লোহাগাড়া থেকে বদলী হওয়া ইউএনও আবু আসলামের স্থলাভিষিক্ত হলেন।