উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ২য় ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা। সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমূল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, আইসিটি’র মিজানুর রহমান চৌধুরী, গণিত বিষয়ে উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দীন, উজিরভিটা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক জয়নাল আবেদীন বিএসসি, হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক আখতার আহমদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আমিরাবাদ সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়। উক্ত সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল খালেক। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী ডাঃ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রদর্শক মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আখতার হোসেন, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল হক, জনৈক অভিভাবক বাবলা দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম আহমদ মনির, নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ ইউসুফ, শাহাদত হোসেন সাগর, ইমরান হোছাইন, আরমান হোসাইন, গ্র“প পরিচালক আমজাদ হোসেন, নিশান দে, রাকিবুল হাসান, তারেকুল ইসলাম, ইমরান হোসাইন, সাজিদ হোসেন রায়হান, আবদুর রহমান, রিদুয়ানুল হক নিশান, তাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কলেজ ব্যাগ, ছাতা ও কাগজ কলম সহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থীর প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত