
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে ১৬ জুন বেলা ২টায় মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বটতলী মোটর ষ্টেশনস্থ সংগঠনের কার্যালয় চত্বরে বেশ কিছু সংখ্যক দুঃস্থ সাধারণ জনগণ ও শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী সেমাই-চিনি বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনির। প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পরিবহণ শ্রমিক নেতা মোঃ আজম ও মোঃ জামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউনুচ, নাজিম উদ্দিন, আবদুস ছাত্তার, মোঃ ইকবাল, মোঃ আরমান, মোঃ রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, মাহে রমজান সিয়াম-সাধনার মাস। এ মাসে বিশ্ব মুসলিম সম্প্রদায় আল্লাহর রহমত লাভের জন্য রোজা পালন করেন। তাই সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।
Lohagaranews24 Your Trusted News Partner