এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন যাত্রী গুরতর আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত।
আহতরা হলেন সাতকানিয়ার রুজিনা আক্তার (২৪) ও মুক্তা আক্তার (১৮)। তারা দু’জনই এনজিও কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী সিমেন্ট বোঝাই ট্রাক ও বিপরীতমুখী মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ২ যাত্রী গুরতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলার দিকে নিয়ে গেছে বলে জানা যায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।