এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী আজ ২৫ মে রাতে পালিত হয়েছে। লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদী দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন ও লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কলামিষ্ট মোহাম্মদ হোসেন, এডভোকেট মোহাম্মদ ফারুক উদ্দিন চৌধুরী, লোহাগাড়া কবিতা পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক মোহাম্মদ সোলাইমান, ব্যাংকার মুজাহিদুল ইসলাম সাগর, সাহাব উদ্দিন ও লোহাগাড়া তরুণ ঐক্য পরিষদের সভাপতি তারেক আজিজ চৌধুরী প্রমুখ।
পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।