এলনিউজ২৪ডটকম : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।
সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ কাজী আজম মাহমুদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আনোয়ার কামাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার আহমদ সিকদার, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ.কে. ফজলুল হক, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী রফিকুজ্জামান, এসআই গোলাম কিবরিয়া ও আকতার হোসেন চৌধুরী প্রমুখ।