ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | কলাউজানের উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামে এখনো পৌঁছেনি কোন ত্রাণ

কলাউজানের উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামে এখনো পৌঁছেনি কোন ত্রাণ

এলনিউজ২৪ডটকম : করোনার কারণে কর্মহীন হয়ে পড়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামের প্রায় ২০০ পরিবারে কাছে এখনো পৌঁছেনি কোন ত্রাণ। খেয়ে না খেয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন তারা। গ্রামবাসীদের বেশিরভাগ হতদরিদ্র, কৃষক ও দিনমজুর।

সম্প্রতি করোনা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় সবাই কর্মহীন হয়ে পড়ায় গ্রামটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রায় এক মাস অচলাবস্থায় উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা পেলেও উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামে কোন সহায়তা পৌঁছেনি।

রসুলাবাদ গ্রামের বাসিন্দ মো. হারেজ জানান, গ্রামের বেশিরভাগ লোক হতদরিদ্র, কৃষক ও দিনমজুর। করোনা ভাইরাসের কারণে সবাই গৃহবন্দি হওয়ায় বন্ধ হয়ে যায় রুজি-রোজগার। ফলে মানবেতর দিনযাপন করছেন এ গ্রামের বাসিন্দারা।

৪ সন্তানের জননী অসহায় নুরুন্নাহার বেগম জানান, করোনা ভাইরাসের কারণে দিনমজুর স্বামীর আয়- রোজগার বন্ধ হয়ে গেছে। এতোদিন খেয়ে না খেয়ে বহু কষ্টে দিনাতিপাত করলেও দুই দিন যাবত ঘরে চাল না থাকায় চুলায় আগুন দিতে পারি নাই। এখনো পর্যন্ত কারো কাছ থেকে কোন ধরণের ত্রাণ সহায়তা পাননি বলে জানান।

কলাউজান ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন জানান, তাঁর ওযার্ডের উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামের প্রায় মানুষ হতদরিদ্র, কৃষক ও দিনমজুর। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যা পেয়েছি তা বিতরণ করেছি। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকেও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তবে রসুলাবাদ গ্রামের অনেকে কোন সহায়তা পায়নি। বরাদ্দ পেলে যারা কোন সহায়তা পাননি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার আশ্বাস দেন।

কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. এ. ওয়াহেদ জানান, সরকারিভাবে যা বরাদ্দ পেয়েছি তা ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করেছি। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকেও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। তাঁর ইউনিয়নের মধ্যে উত্তর-দক্ষিণ রসুলাবাদ গ্রামের লোকজন সবচেয়ে অসহায়। সরকারি কোন বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!