এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ফাইসন ফুড ফ্যাক্টরি নামে এক বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধ স্বীকার করায় মো. ওসমান গণি (৩৫) নামে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ বা বিক্রি না করার দায়ে এই জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্য বিধি মোতাবেক পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিরাপদ খাদ্র উৎপাদন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।