এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় ২৩ জুলাই সকালে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফাতেমা বেগম (৫০) মিয়ানমারের বুচিদং কেয়াজিঙ্গা পাড়ার মৃত মোহাম্মদ হোসেন প্রকাশ ছালামের স্ত্রী। বর্তমানে উখিয়া কুতুপালং ক্যাম্পে দু’সন্তানকে নিয়ে বসাবাস করছিল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ ওই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল।
গ্রেফতারকৃত ফাতেমা বেগম জানান, ৫ হাজার টাকার বিনিময়ে ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম শহরে পৌঁছে দেয়ার কাজ করছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশকারী আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।