এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মাজহারুল।
গ্রেফতার মোহাম্মদ ইসমাঈল (৪২) উপজেলার চরম্বা ইউনিয়নের জমাদার পাড়ার আবদুস সবুর প্রকাশ শহর মুল্লুকের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাঈল মাদক ব্যবসায়ী, মাদক সেবক ও একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার।