এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার সদর এলাকা থেকে গত ১২ অক্টোবর শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায় ইয়াবাসহ এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত বাসচালক শফিকুল ইসলাম (৩৬) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার পুত্র।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী গ্রীণলাইন পরিবহণের একটি বাসে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১২ লাখ টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১৩ অক্টোবর শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।