এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ আরমান হোসেন শাকের (২৮) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের চকরিয়া উপজেরার হরিদাঘোনা গ্রামের সোলতান আহমদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো শরীরের বিশেষ জায়গায় রেখে কৌশলে পাচারের চেষ্টা করছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতার পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।