এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিয়নের গৌড়স্থান নয়াবাজারে এ ঘটনা ঘটেছে। আগুনে ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই বাজারের হাফেজ আবু হাতের মার্কেটের আবদুল করিমের ২টি ফার্নিচার দোকান, মোহাম্মদ বাদশার সাইকেলের পার্টসের দোকান, মোহাম্মদ পারভেজের হার্ডওয়ারের দোকান ও মিলন কান্তি নাথের লন্ড্রি দোকান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ জানান, অগ্নিকান্ডের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মিলন কান্তি নাথে লন্ড্রিতে কয়লা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন টিনের ছাউনীযুক্ত দোকানঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস. এম হুমায়ুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।