এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে আগুনে গেছে রাজু আরা বেগম (৪৮) নামে এক অসহায় নারীর বসতঘর। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতঘরে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। মুহুর্তের মধ্যে আগুনে টিনসেট বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তের দাবী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।