এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার ৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে থানায় নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ মতবিনিময় করেন। শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া থানা কম্পাউন্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানার ওসি জাকের হোসাইন মাহমুদের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ আনোয়ার কামাল, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া কলাউজান, ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ ও লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ আবদুল হক।
ওসি জাকের হোসেন মাহমুদ বলেন, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের পাশে থাকলে অপরাধ দমন করতে আমাদের পক্ষে আরও বেশি সহজ হবে। এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, লোহাগাড়া থানার পুলিশ বাহিনী প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কাজ করবে। কারণ মাদক সমাজের যুবক শ্রেণীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রতিটি এলাকায় সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং এবং বাল্যবিবাহ এর বিরুদ্ধেপুলিশ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানুষের দৌঁড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে আমরা থানা পুলিশ সবসময় প্রস্তুত।
মতবিনিময় সভায় লোহাগাড়ার ৯ ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা উপস্হিত ছিলেন।