Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় অস্ত্রসহ দু’যুবক আটক

লোহাগাড়ায় অস্ত্রসহ দু’যুবক আটক

188

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর সাতগড় রাস্তা (আধুনগর ইউপি কার্যালয় সংলগ্ন) থেকে ৩ মে, ২০ বৈশাখ দুপুরে ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ, ২টি চাকু ও একটি মোটরসাইকেল।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম কলাউজানের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুর রহিম বকসু (৩৩) ও লোহাগাড়া ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি গ্রামের বাচুর আলী সিকদার পাড়ার মৃত ইউনুচ মাষ্টারের পুত্র মোঃ বাবুল (৩৫)।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এসআই ওবাইদুল হক, এসআই আবদুল আউয়াল ও এএসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতগড় রোডে তল্লাশী চালিয়ে তাদের আটক করে। তারা উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকা থেকে লোহাগাড়া সদরের দিকে আসছিল বলে জানান তিনি। আটকদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র মামলা রুজুর কথা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

তবে অস্ত্র নিয়ে কোথা হতে আসছিল এবং কি উদ্দেশ্যে অস্ত্র বহন করছে তা সঠিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!