এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় ‘সাতগড় ছড়া’ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

আজ ১৬ অক্টোবর বুধবার বিকেল ৩টায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

এসিল্যান্ড পদ্মাসন সিংহ জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ‘সাতগড় ছড়া’ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন আগুনে পুড়ানো হয়েছে। বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।