
নিহত শহিদ ও তাঁর ছেলে-মেয়েরা
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক যুবক সৌদিয়া আরবের রিয়াদে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত যুবক শহিদুল ইসলাম (৪৫) উপজেলার আধুনগর তিন পথের মাথা এলাকার দাবার বর বাড়ির মোঃ ইয়াকুব প্রকাশ জনু’র পুত্র ও ৪ সন্তানের জনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ২৭ জুলাই তার মৃত দেহ সৌদিয়া আরবের পুলিশ উদ্ধার করেছে নিহতের বন্ধু এইচ এম নাছির জানিয়েছেন।
তিনি জানান, লাশ উদ্ধারের তিন আগে থেকে তিনি (শহিদ) নিখোঁজ ছিলেন। সৌদিয়া আরবে অবস্থানরত স্বজনরা তাকে অনেক খোঁজাখুজি করে। পরে সৌদিয়া আরবের একটি মর্গে তার লাশ পাওয়া গেছে। তিনি আরো জানান, নিহত শহিদ রাইড শেয়ারিং গাড়ি চালক ছিলেন। তার বাসার সামনে গাড়িটি রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে বাসায় খুন করেছে এবং বাসার অদূরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। সৌদিয়া আরবের পুলিশ এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

এদিকে, শহিদের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।