ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার ক্ষুদে বিজ্ঞানী নোবেল’র ‘বঙ্গবন্ধু স্মারক পুরস্কার’ অর্জন

লোহাগাড়ার ক্ষুদে বিজ্ঞানী নোবেল’র ‘বঙ্গবন্ধু স্মারক পুরস্কার’ অর্জন

65281431_2337594023145147_5606569970835128320_n (1)

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার ক্ষুদে বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল ‘বঙ্গবন্ধু স্মারক পুরস্কার’ অর্জন করেছে। বাংলাদেশ রোবট ফোর্স আবিষ্কারক হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়। এ রোবট ফোর্সের মাধ্যমে অগ্নিনির্বাপণ, অগ্নিকান্ড থেকে মানুষকে বাঁচানো এবং অগ্নিকান্ডের স্থানে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো সম্ভব হবে।

আজ ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ঢাকার জাতীয় বিজ্ঞান ও জাদুঘর মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু স্মারক পুরস্কার’ এবং ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরীর সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

69469586_716402462158433_3861329217199276032_n

উল্লেখ্য, জাহেদ হোসাইন নোবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিকস বিভাগের অষ্টম পর্বের মেধাবী ছাত্র ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া গ্রামের চুন্নু মিয়া বাড়ীর মরহুম জাকের হোসাইন কোম্পানির ২য় পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!