এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরে নিয়মিত সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল থেকে এই সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, উপজেলা প্রশাসনের সকলে নিয়মিত সেবা দেওয়া শুরু করেছেন। এখন থেকে সেবাপ্রার্থীরা নিয়মিত সেবা পাবেন। সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদ ভবন ভাংচুরের পর আগুন লাগিয়ে দেয়। এতে কয়েকটি দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর থেকে উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রম বন্ধ ছিল।