এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা কেমন দেখতে চাই শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল ও থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

সভায় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত থেকে লোহাগাড়া উপজেলা কেমন দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভায় বিভিন্ন মতামত ব্যক্ত করেন।