ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়ার তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: কক্সবাজারে জিয়াম মাহমুদ রাসেল (২০) নামে লোহাগাড়ার এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে জেলার বাজারঘাটা কুমিল্লা পাড়ায় এক বোরকার কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের বলি পাড়ার মৃত বশির আহমদের পুত্র।

জানা যায়, গত শনিবার (১৪ জুন) রাসেল জীবিকার তাগিদে চাকুরি করতে কক্সবাজার যান। একইদিন দিনগত রাত ১টার দিকে রাসেল সেখান থেকে পুণরায় বাড়িতে চলে আসতে চান। কিন্তু রাতে ছিনতাইকারীর খপ্পরে পড়ার সম্ভাবনার কথা বলে সকালে যেতে বলেন রুমে থাকা অন্যরা। এরপর যে যার মতো ঘুমিয়ে যান। পরদিন সকালে রাসেলকে কারখানার রুমের ভেতর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পিতা মারা যাবার পরে রাসেল আর্থিক অভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার থানা হেফজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাকে কলাউজানে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!