ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৮ মামলায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৮ মামলায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ মামলায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার ও শনিবার দিনগত গভীর রাতে উপজেলার বড়হাতিয়া, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটায় বড়হাতিয়ায় মোস্তাক আহমদকে ৭০ হাজার টাকা, কলাউজানে মো. বেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা, আইয়ুব আলীকে ৫০ হাজার টাকা, রেজিষ্ট্রিশনবিহীন গাড়ি চালানোর অপরাধে মো. রায়হানকে ১০ হাজার টাকা, জাহেদুল ইসলামকে ২০ হাজার টাকা, বজলুর রহমানকে ২০ হাজার টাকা, রেজাউল আনোয়ারকে ৪০ হাজার টাকা ও মনছুর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, রাতের আঁধারে ফসলী জমির টপসয়েল কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ মামলায় ১ লাখ ৭০ হাজার টাকা এবং রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালিয়ে সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!