এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে। এ সময় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।
রোববার (২২ জুন) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবু সুফিয়ানের মালিকানাধীন মেসার্স হোসেন স্টোরকে ১০ হাজার টাকা, হাজী শাহাবুদ্দিন সওদাগরের মালিকানাধীন মেসার্স হাজী শাহাবুদ্দিন সওদাগরকে ৩ হাজার টাকা ও আবদুল মোনাফ সওদাগরের মালিকানাধীন মেসার্স মদিনা স্টোরকে ৩ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখায় ৩টি দোকানেকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২১৬ কেজি পলিথিন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকব।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল। সাথে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ।