Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় স্পটে কর নির্ধারণ কর্মসূচিতে আয়কর সংগ্রহ

লোহাগাড়ায় স্পটে কর নির্ধারণ কর্মসূচিতে আয়কর সংগ্রহ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নতুন করদাতা সনাক্তকরণ, আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ বিতরণ উপলক্ষে স্পটে কর নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপ-কর কমিশনার সার্কেল-৪৪ (লোহাগাড়া) কর অঞ্চল-২, এর উদ্যোগে উপজেলা সদরস্থ বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া সার্কেলের সহকারী কর কমিশনার শাওন চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর পরিদর্শক সরওয়ার কামাল, মো. তোফায়েল আহমদ ও প্রধান সহকারী আবু সালেহ প্রমুখ। এসময় লোহাগাড়া সার্কেল অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও নতুন করদাতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, অনুষ্ঠানে একদিনে ১০২ জন নতুন করদাতা তাদের নথিপত্র দাখিলের মাধ্যমে বিনা খরচে কোন রকম ঝামেলা ছাড়া আয়কর সনদ গ্রহণ করেন। এছাড়া নগদ ৩ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা কর প্রদান করেছেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো ধরণের জরিমানা ছাড়া কর আদায় করা যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়করের মাধ্যমে দেশের অর্থনীতির পথ সচল রাখা হয়। জনগণের আয়করের মাধ্যমে দেশের সকল রকম উন্নয়নের কাজ করা হয়। তাই সকল করদাতাকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!