ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য হাবিবুর রহমানসহ ১৩ জনকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ভিকটিম সাংবাদিক ওমর ফারুক মাসুম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভিকটিম ওমর ফারুক মাসুম উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আদারচর এলাকার মৃত বশির আহমদের পুত্র ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক হিসেবে কর্মরত।

সাংবাদিক ওমর ফারুক মাসুম জানান, গত বৃহস্পতিবার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান পরিষদে সাত্তার নামের এক বিচারপ্রার্থীকে মারধর করেন। লোহাগাড়া উপজেলা সদরে যাওয়ার সময় কলাউজান ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে জোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় বিচারপ্রার্থী সাত্তার বিষয়টি আমাদের অবহিত করেন। এরপর সাত্তারকে মারধরের বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ও ইউনিয়ন পরিষদ সচিব মোজাফফর আমাদের উপর ক্ষিপ্ত হন। পরে পরিষদ থেকে বের হওয়ার সময় প্যানেল চেয়ারম্যান হাবিবের নেতৃত্বে ১০টির মতো মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা করে আসা সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এই সময় আমি ও আমার সঙ্গীয় আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদকে গুরুতর জখম করে হত্যাচেষ্টা চালানো হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, সাংবাদিক ওমর ফারুক মাসুমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছি। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!