এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর বিরুদ্ধে আদালতে বিচারাধীন জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের দরবেহাট ডিসি সড়কস্থ আজিজ টাওয়ারে এক সংবাদ সম্মেললেন আয়োজন করেন ভূক্তভোগী পরিবার।
লিখিত বক্তব্যে ভূক্তভোগী সামশুন্নাহার জানান, তার স্বামী ব্যবসায়ী মোহাম্মদ আজিজ উদ্দিন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী সড়কের দয়ার পাড়ায় ২৬ শতক জায়গা ক্রয় করেন। দীর্ঘ ১৬ বছর যাবত উক্ত জায়গা ভোগ দখল করে আসছেন। তার স্বামী বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য কাতারে অবস্থান করছেন।
এই সুযোগে শুক্রবার সকালে উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোকজন নিয়ে তাদের দখলীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। প্রতিপক্ষরা জোরপূর্বক জায়গা দখল করলে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশংকা করছেন। এছাড়া প্রতিপক্ষের হুমকি-ধমকিতে তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানায়।