এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া আমিরাবাদে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সুখছড়ি সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাহমুদুল হক সিকদার জানান, পূর্ব শত্রুর জের ধরে সরকার পতনের সুযোগে কে বা কারা রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে ফেলেছে। ওই সময় বাড়িতে কেউ ছিলনা।
এছাড়া বাড়ির সম্মুখ ভাগেও ভাংচুর করা হয়েছে। এই ঘটনার জন্য সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।