এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলায় মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রী এবং বোনকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. ওসমান গণী (৫১)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান মাঝের পাড়ার মৃত আবদুর রহিমের পুত্র ও গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক। মামলায় ৬ জনকে এজাহারভূক্ত ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনারদিন গত ১৭ এপ্রিল রাতে মামলার বাদি মাদ্রাসা শিক্ষক ওসমান গণি গ্রাম্য চায়ের দোকানে চা পান করতে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়নের মাঝের পাড়ার এক মুদির দোকানের সামনে গতিরোধ করে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্ত্রী জোসনা আক্তার রুবি (৪৫) ও বোন কমরুন্নাহার (৩২) এগিয়ে আসলে আসামিরা তাদেরকেও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।