এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাদক এবং সন্ত্রাস নির্মূলে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড়ে মাস্টার পাড়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, যুব সংগঠক মো. সাইফুল ইসলাম, স্থানীয় মো. আবছার উদ্দিন, মো. রিদওয়ান ও মোহাম্মদ মোকতার প্রমুখ। মানববন্ধনে প্রায় ২ শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে মাদক, সন্ত্রাস ও ছিনতাইকারীদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধ নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য শাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘি পাড় এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে মাদকসহ বিভিন্ন ঘটনায় প্রায় অর্ধশত নারী-পুরুষ হামলার শিকার হয়েছেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল চিব্ববাড়ি মোতালেব কলেজ প্রদক্ষিণ করে।