এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার লোহারদিঘীর পাড় এলাকায় ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের (ঢাকামেট্রো-চ-০২-৪৪১৫) ধাক্কায় ঘটনাস্থলে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে বলে জানা যায়। নিহত ব্যক্তির ওয়ারিশ না পাওয়া তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
জানা যায়, নিহত ব্যক্তি মানষিক প্রতিবন্ধি ছিল। স্থানীয়রা তাকে প্রায়সময় লোহারদিঘী পাড় এলাকায় ঘুরাফেরা করতে দেখত। ঘটনারদিন রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত লাশ উদ্ধার ও ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসেন। আটক ড্রাইভার কক্সবাজারের চকরিয়ার হারবাং পহরচান্দা এলাকার আবুল কাশেমের পুত্র জসিম উদ্দিন (৩০)।এ
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা যায়।