এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় খোরশেদ আলম (৪২) নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ছমদ অঅলী মুন্সির পাড়ায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলম একই এলাকার মৃত সগীর আহম্মেদের পুত্র ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২০ আগস্ট ও ১০ ডিসেম্বর লোহাগাড়া থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, শুক্রবার (৪ মার্চ) গ্রেপ্তার শ্রমিকলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।