এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরে মারা যাওয়া দিনমজুর মুহাম্মদ ইসমাঈলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে তার পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেয় নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মো. হাসান ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম জানান, আমরা রাজনীতি করি ইসলামী আন্দোলন হিসেবে। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর মানুষের কল্যাণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। সেই অনুভূতি থেকে দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কাজেরই অংশ। ক্ষতিগ্রস্ত দিনমজুরের পরিবার সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর গাছের ঢাল কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তার মরদেহ গাছে ঝুল থাকার মর্মান্তিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি গাছ কেটে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।