এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. তাজমিন হাসান সাজিদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাতগড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজিদ একই এলাকার আবুল হাসাইনের নাতী ও আধুনগর ইউনিয়নের মো. আজাদের পুত্র। সে কোরআনে হাফেজ ও লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সাজিদ ছোট থাকা অবস্থায় বাবা-মায়ের সম্পর্ক বিচ্ছেদের কারণে নানা বাড়িতে অবস্থান করে আসছে। ঘটনারদিন সে স্থানীয় মসজিদের ছাদে উঠে। এ সময় কেউ ছাদের দরজা বন্ধ করে দেয়। ফলে মসজিদের ছাদ বেয়ে নামার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাতে নামাজে জানাজা শেষে তাকে নানার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা জানান, এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, শিশু নিহতের ঘটনা কেউ থানায় অবগত করেন নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।