ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বাইক দূর্ঘটনায় ৩ যুবক-কিশোর নিহত

লোহাগাড়ায় বাইক দূর্ঘটনায় ৩ যুবক-কিশোর নিহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পৃথক বাইক দূর্ঘটনায় ৩ যুবক ও কিশোর নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার শাহ আলমের পুত্র মিজানুর রহমান (১৭), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর এলাকার মো. ফারুকের পুত্র মো. সোহেল রানা (২৬) ও চট্টগ্রামের ভুজপুর থানার জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।

জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা গোলাম নবী হাজির ঘাটা এলাকায় চট্টগ্রামমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি বাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাইক আরোহী সোহেল রানা ও আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে নিহত হন।

অপরদিকে, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এক কমিউনিটি সেন্টারের সামনে কক্সবাজারমুখি নোয়া গাড়ির সাথে বিপরীতমুখি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী মিজানুর রহমান ও ইমরানুল হক বাবুল (১৬) গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম শহরে প্রেরণ করেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

স্থানীয় মারুফ হাসান রিজভী জানান, আইনী প্রক্রিয়া শেষে একইদিন রাত ৯টায় নামাজে জানাজা শেষে মিজানুর রহমানের মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া আহত ইমরানুল হক বাবুল নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী সাহাব উদ্দীন জানান, রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় হঠাৎ একটি বিকট শব্দ শুনে কাছে গিয়ে দেখেন, একটি বাইক সড়কে পড়ে আছে এবং দুই আরোহী রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে আছেন। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে চট্টগ্রামগামী একটি বাস দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহত সোহেল চট্টগ্রামের একজন ব্যবসায়ী। তিনি দোকান বন্ধ করে তার কর্মচারীসহ কক্সবাজারের চকরিয়া এলাকায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!