এলনিউজ২৪ডটকম : উপজেলার পুরান থানা রোডস্থ প্রফেসর মৌলানা আবদুল হাদী ওয়াক্ফ এস্টেট’র জামে মসজিদ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেফজখানা নির্মাণ কাজ উদ্বোধন হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রতিনিধি আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট ফিতা কেটে হেফজখানার নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন।
প্রফেসর মৌলানা আবদুল হাদী ওয়াক্ফ এস্টেট’র মোতাওয়াল্লী আবদুল হক কর্তৃক দেড় গন্ডা হেফজখানার জন্য বিনামূল্যে দান করেন। মোতাওয়াল্লী আবদুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবার-পরিজন এবং ২১ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত উদ্দেশ্যে এতিমদের জন্য এই হেফজখানা প্রতিষ্ঠা করতে যাচ্ছি।
হেফজখানা শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম আবদুল জব্বার, রফিক আহমদ চৌধুরী, মোঃ এহছান সিকদার, মোঃ ওমর গণি, অলি আহমদ, হাজী আবদুল কাইয়ুম, আলহাজ্ব হাফেজ জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, মোঃ নুরুন্নবী, আবদুল অদুদ (টুনু), হাজী মোঃ ইউনুছ, মোঃ জালাল উদ্দিন, মোঃ খানে আলম সওদাগর, মোঃ মফিজুর রহমান সওদাগর ও মাওলানা এনামুল প্রমুখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।