ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ফের অস্ত্রেরমুখে পর্যটকের মোটরসাইকেল ছিনতাই

লোহাগাড়ায় ফের অস্ত্রেরমুখে পর্যটকের মোটরসাইকেল ছিনতাই

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফের ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে পর্যটকের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুস্কৃতকারীরা।

শনিবার (১৬ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের ফরেস্ট গেট এলাকা এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পর্যটক মো. জুল্ফিকার উদ্দিন চান্দগাও থানার মৌলভী পুকুর পাড়ের সেকান্দর আলীর পুত্র।

জানা যায়, রাত দেড়টার দিকে এস এম ফজলে রাব্বী ও মো. জুল্ফিকার উদ্দিন দুই বন্ধু তাদের স্ত্রীকে নিয়ে দুইটি মোটরসাইকেল যোগে চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপর তারা সাতকানিয়ার কেরানিহাট এলাকায় যাত্রাবিরতি দেন। ভোররাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় পৌঁছলে ১টি মোটরসাইকেল নিয়ে অজ্ঞাতনামা ৩ জন দুস্কৃতকারী তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে তাদের গতিবিধি দেখে এস এম ফজলে রাব্বী তার মোটরসাইকেলের গতি বাড়িয়ে সামনে চলে যান। কিন্তু জুল্ফিকার উদ্দিনকে ঘটনাস্থলে দুস্কৃতকারীরা তাদের মোটরসাইকেল গতিরোধ করে থামিয়া তারা স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর মোটরসাইকেল, কাপড়-চোপড়ের ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পর্যটক এস এম ফজলে রাব্বী জানান, পেছনে তার বন্ধুর মোটরসাইকেল দেখতে না পেয়ে পুণরায় বিপরীত দিকে আসেন। এরপর ঘটনাস্থলে এসে জানতে পারেন বন্ধু জুল্ফিকার উদ্দিন ও তার স্ত্রী তানজিলা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল কাপড়-চোপড়ের ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে ৯৯৯-এ ফোন করলে চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদের পর আহত বন্ধু জুল্ফিকার উদ্দিন ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে পরবর্তীতে এই ঘটনায় লোহাগাড়া থানায় এজাহার দায়ের করবেন বলে জানান তিনি।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় ভূক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ করেন নাই। তবে ঘটনার সাথে জড়িত ও ছিনিয়ে নিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল উদ্ধারের প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার যাবার পথে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পাবনা জেলার আমিনপুর থানার বিরাহীমপুর পূর্ব পাড়ার মহির উদ্দিনের পুত্র পর্যটক তাহান মিয়াকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছিল দুস্কৃতকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!