ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ফজলুর নেতৃত্বে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

লোহাগাড়ায় ফজলুর নেতৃত্বে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ফৌজুল কবির ফজলু।

এতে বক্তব্য রাখেন বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদ হোসেন, যুবদল নেতা মো. মারুফ, জিয়াবুল হোসেন, মোরশেদুল আলম, মো. আলমগীর আনোয়ার হোসেন, শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, মো. মহিউদ্দিন, ছাত্রদল নেতা দিদার, মো. খোরশেদ আলম, মানিক, সাইমন ও জিসান। এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. ফৌজুল কবির ফজলু বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ভোট ডাকাতি করে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল। ঘুম, খুন অত্যাচার-নির্যাতন, জুলুম, ঘুষ-দুর্নীতি, নির্দোষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা দিয়ে দীর্ঘ ১৬টি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে। খুনি হাসিনা বাংলার দামাল তরুণ ও দেশবরেণ্য ছাত্র-জনতার উপর নির্মম পাশবিকতা চালিয়ে গণহত্যা করেছে। বাংলার দেশ প্রেমিক ছাত্র-জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বাংলার দামাল তরুণ শিক্ষার্থীদের স্যালুট জানাই। শহীদের প্রতি অবনত মস্তকে বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা দেশি ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার বিচারের মধ্য দিয়ে ফাঁসির দাবি করছি। গোটা দেশবাসী এই খুনী হাসিনার সকল সহযোগী ও অপরাধীদের বিচার চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!