
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় নির্মাণাধীন বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তের হামলায় ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একইদিন ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক (৩৯) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার হাবিবুর রহমানের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক তার পৈত্রিক জায়গায় বসতঘর নির্মাণ করছিলেন। ঘটনারদিন একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর করে। এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক মা লায়লা বেগম, স্ত্রী মোরশেদা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী ইসমত আরা আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই মো. জুবাইর হোসেন জানান, শনিবার (১ নভেম্বর) অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner